বাজেরিগার পাখিকে ব্রিডিং এ দেওয়ার কিছু নিয়ম.....!!!
আমি নতুনদের মাঝে কিছু সমস্যা লক্ষ্য করেছি...তাদের অনেকেই জানেন না পাখিকে ব্রিডিংএ দেওয়ার উপযুক্ত বয়স, লক্ষণ ও পদ্ধতি সম্পর্কে...আমি তাদের উদ্দেশ্যে ব্রিডিং এর জন্য সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো...!!!
১. কত বয়সে আপনি আপনার পাখিকে ব্রিডিং এ দিবেন??...সাধারণত ৭-৮ মাস বয়সেই বাজেরিগার পাখি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়...কিন্তু তার পরেও আপনাকে কিছু দিন আরো ধৈর্য ধরতে হবে আপনার পাখির সুস্থতার জন্য...কারণ অল্প বয়সে ব্রিডিং এ দিলে পাখির নানা রকমের শারীরিক অসুস্থতা দেখা দিতে থাকে আর বাচ্চাও তেমন পুষ্ট হয় না...কমপক্ষে ১০ মাস হলে ওদেরকে জোড়া দেওয়া উচিত, ১২ মাস হলে আরো ভালো...এরপর ওরা ব্রিডিং মুড এ আসলে খাঁচায় হাড়ি সেট করতে পারেন...!!!
২. কিভাবে বুঝবেন আপনার পাখি ব্রীডিং মুডে আছে কিনা ??...আপনার বোঝার সুবিধার্থে নিচে ব্রিডিং মুডে থাকা মেল্ এবং ফিমেল এর ছবি সংযুক্ত করা হলো।
৩. এখন প্রশ্ন হলো পাখিকে কি কি খাবার দিবেন এই সময়???... যেসব খাবার আগে দিতেন সেসব খাবার তো চলবেই...সাথে পাখির অতিরিক্ত পুষ্টির জন্য খাঁচায় সবসময় ক্যাটল ফিশ বোন (সাগরের ফেনা), ভিটা ব্লক, মিনারেল ব্লক ইত্যাদি রেখে দিতে হবে...আর নিয়মিত পুষ্টিকর খাবার যেমন এগ ফুড, শাকসবজি,ফলমূল, বীজের অঙ্কুর ইত্যাদি পাখিকে খেতে দিতে হবে...!!!
৪. এই সময় কেমন পরিবেশে রাখবেন আপনার পাখিকে?...ব্রিডিং এর সময় পাখিকে যতটা সম্ভব নিরিবিলি পরিবেশে রাখতে হবে...অযথা পাখির হাড়িতে উঁকি ঝুঁকি মারা বা কোনো ভাবে ওদেরকে বিরিক্ত করা যাবে না...!!!
৫. ডিম্ পাড়ার আগে পাখির লক্ষণ গুলো কি কি??...ফিমেল পাখিটি বার বার হাড়িতে ঢুকবে-বের হবে, ঠোঁট দিয়ে হাঁড়ির তলা ঘষবে, হাঁড়ির মুখ কামড়াতে থাকবে তা প্রসারিত করার জন্য, মেল্ পাখি টিও মাঝে মাঝে ঢুকবে হাড়িতে...এরপর ফিমেল এর যদি তার ডিম্ পাড়ার স্থান অর্থাৎ হাড়ি পছন্দ হয় তবে সে মেল্ পাখিটাকে অনুমতি দিবে মেটিং এর জন্য..!!!
৬. ব্রিডিং মুড এ আসার কতদিন পর ডিম্ পারবে??...এটা নির্ভর করে পরিবেশ ও পাখির শারীরিক অবস্থার উপরে...এ ক্ষেত্রে ১৫ দিন, ১ মাস কিংবা ১.৫ মাস সময় ও লাগতে পারে...!!!
৭. ডিম্ পাড়ার কত দিনের মধ্যে বাচ্চা ফুটবে???....১৮-২১ দিনের মধ্যে সাধারণত বাচ্চা ফুটে যায়...আর যদি তা না হয় তবে আপনি আরো এক সপ্তাহ অপেক্ষা করে দেখতে পারেন...ডিম্ থেকে বাচ্চা হবে কিনা এটা টর্চ লাইট দিয়েও পরীক্ষা করে দেখতে পারেন...!!!
৮. বাচ্চা ফুটলে আপনার কি কি করণীয় ??....খাঁচায় এখন নরম খাবার যেমন পাউরুটি ভিজিয়ে, ছোলা,ভুট্টা, ডাবরী সিদ্ধ করে দিতে হবে...মা অথবা বাবা পাখি নিয়ে তা বাচ্চা কে খাওয়াবে...আর তা নাহলে বাচ্চাকে আপনার হ্যান্ড ফিডিং করাতে হবে...এটার নিয়ম একটা ডকুমেন্ট ফাইল দেওয়া আছে...!!!
৯.বাচ্চা বড় হলে কি হবে???...বাচ্চা নিজে খেতে শিখে গেলে তাদেরকে হাড়ি থেকে বের করে মালশায় দিয়ে দিবেন (সাধারণত ২০-২৫ দিনের মধ্যে বাচ্চা নিজে খেতে শিখে যায়)...আর মালশায় দিয়ে রাখবেন কিছু সীডস...!!!
আপনাকে অগ্রিম স্বাগতম সফল ভাবে একটি ব্রিডিং করানোর জন্য....ধন্যবাদ...!!!
By: [Nowrin Fahme Della]
আমি নতুনদের মাঝে কিছু সমস্যা লক্ষ্য করেছি...তাদের অনেকেই জানেন না পাখিকে ব্রিডিংএ দেওয়ার উপযুক্ত বয়স, লক্ষণ ও পদ্ধতি সম্পর্কে...আমি তাদের উদ্দেশ্যে ব্রিডিং এর জন্য সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো...!!!
১. কত বয়সে আপনি আপনার পাখিকে ব্রিডিং এ দিবেন??...সাধারণত ৭-৮ মাস বয়সেই বাজেরিগার পাখি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়...কিন্তু তার পরেও আপনাকে কিছু দিন আরো ধৈর্য ধরতে হবে আপনার পাখির সুস্থতার জন্য...কারণ অল্প বয়সে ব্রিডিং এ দিলে পাখির নানা রকমের শারীরিক অসুস্থতা দেখা দিতে থাকে আর বাচ্চাও তেমন পুষ্ট হয় না...কমপক্ষে ১০ মাস হলে ওদেরকে জোড়া দেওয়া উচিত, ১২ মাস হলে আরো ভালো...এরপর ওরা ব্রিডিং মুড এ আসলে খাঁচায় হাড়ি সেট করতে পারেন...!!!
২. কিভাবে বুঝবেন আপনার পাখি ব্রীডিং মুডে আছে কিনা ??...আপনার বোঝার সুবিধার্থে নিচে ব্রিডিং মুডে থাকা মেল্ এবং ফিমেল এর ছবি সংযুক্ত করা হলো।
৩. এখন প্রশ্ন হলো পাখিকে কি কি খাবার দিবেন এই সময়???... যেসব খাবার আগে দিতেন সেসব খাবার তো চলবেই...সাথে পাখির অতিরিক্ত পুষ্টির জন্য খাঁচায় সবসময় ক্যাটল ফিশ বোন (সাগরের ফেনা), ভিটা ব্লক, মিনারেল ব্লক ইত্যাদি রেখে দিতে হবে...আর নিয়মিত পুষ্টিকর খাবার যেমন এগ ফুড, শাকসবজি,ফলমূল, বীজের অঙ্কুর ইত্যাদি পাখিকে খেতে দিতে হবে...!!!
৪. এই সময় কেমন পরিবেশে রাখবেন আপনার পাখিকে?...ব্রিডিং এর সময় পাখিকে যতটা সম্ভব নিরিবিলি পরিবেশে রাখতে হবে...অযথা পাখির হাড়িতে উঁকি ঝুঁকি মারা বা কোনো ভাবে ওদেরকে বিরিক্ত করা যাবে না...!!!
৫. ডিম্ পাড়ার আগে পাখির লক্ষণ গুলো কি কি??...ফিমেল পাখিটি বার বার হাড়িতে ঢুকবে-বের হবে, ঠোঁট দিয়ে হাঁড়ির তলা ঘষবে, হাঁড়ির মুখ কামড়াতে থাকবে তা প্রসারিত করার জন্য, মেল্ পাখি টিও মাঝে মাঝে ঢুকবে হাড়িতে...এরপর ফিমেল এর যদি তার ডিম্ পাড়ার স্থান অর্থাৎ হাড়ি পছন্দ হয় তবে সে মেল্ পাখিটাকে অনুমতি দিবে মেটিং এর জন্য..!!!
৬. ব্রিডিং মুড এ আসার কতদিন পর ডিম্ পারবে??...এটা নির্ভর করে পরিবেশ ও পাখির শারীরিক অবস্থার উপরে...এ ক্ষেত্রে ১৫ দিন, ১ মাস কিংবা ১.৫ মাস সময় ও লাগতে পারে...!!!
৭. ডিম্ পাড়ার কত দিনের মধ্যে বাচ্চা ফুটবে???....১৮-২১ দিনের মধ্যে সাধারণত বাচ্চা ফুটে যায়...আর যদি তা না হয় তবে আপনি আরো এক সপ্তাহ অপেক্ষা করে দেখতে পারেন...ডিম্ থেকে বাচ্চা হবে কিনা এটা টর্চ লাইট দিয়েও পরীক্ষা করে দেখতে পারেন...!!!
৮. বাচ্চা ফুটলে আপনার কি কি করণীয় ??....খাঁচায় এখন নরম খাবার যেমন পাউরুটি ভিজিয়ে, ছোলা,ভুট্টা, ডাবরী সিদ্ধ করে দিতে হবে...মা অথবা বাবা পাখি নিয়ে তা বাচ্চা কে খাওয়াবে...আর তা নাহলে বাচ্চাকে আপনার হ্যান্ড ফিডিং করাতে হবে...এটার নিয়ম একটা ডকুমেন্ট ফাইল দেওয়া আছে...!!!
৯.বাচ্চা বড় হলে কি হবে???...বাচ্চা নিজে খেতে শিখে গেলে তাদেরকে হাড়ি থেকে বের করে মালশায় দিয়ে দিবেন (সাধারণত ২০-২৫ দিনের মধ্যে বাচ্চা নিজে খেতে শিখে যায়)...আর মালশায় দিয়ে রাখবেন কিছু সীডস...!!!
আপনাকে অগ্রিম স্বাগতম সফল ভাবে একটি ব্রিডিং করানোর জন্য....ধন্যবাদ...!!!
By: [Nowrin Fahme Della]