#পাখির_পায়খানা_বা_বিষ্টা_দেখে_অনেক_কিছু_সহজে_বুঝা_যায়


পাখির পায়খানা বা বিষ্টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে

১/Feces- যে অংশ ক্রিমির মত দেখতে।
এখন আমাদের জানতে হবে ওই অংশের কালার কেমন হয়? এই প্রশ্নটি আমাদের সকলের মাথায় ঘুরতে থাকে

যে পাখি সীড মিক্স খায় তার Faces এর কালার হবে গ্রীন বা কালো।যে দিন নরম খাবার যেমন এগ ফুড জাতীয় খাবার খায় তখন হবে খয়েরি। যে দিন সবজি খাবে সেই দিন কালো বা সবুজ।পাখি ২৪ ঘন্টা খাবার না খেলে কালার হবে গ্রিন বা ব্লাডের মত লাল,হয়,তা দেখে আমাদের ভয় এর কিছু নাই, seedmix খেলে সঠিক হয়ে যাবে।যখন দেখবেন Feces এর কোন কালার নাই, তখন বুঝবেন পাতলা পায়খানা।বিষ্টা পাতলা কিন্তু Faces এর কালার দেখা যায়, তাহলে কোন সমস্যা নাই।

২/Urates-এই অংশের কালার ক্রিম বা হালকা ইয়েলো। যখন দেখবেন Urates এর কালার গ্রীন বা বেশী ইয়েলো, তখন বুঝবেন পাখির লিভারে সমস্যা।

৩/Urine-পাখির প্রস্রাবের জন্য আলাদা কোন ব্যবস্থা নাই, তাই পাখি পায়খানার সাথে প্রস্রাব করে।কিডনি থেকে যে দূষিত পানি পায়খানার সাথে বের হয় তাকে Urine বলে।যে দিন পাখি বেশী শাকসবজি খাবে সেই দিন Urine বেশি হবে।পাখি ভয় পেলে বেশী পরিমানে পায়খানার সাথে পানি বের হয়।Urine -এ যদি ব্লাড দেখা যায় তাহলে পাখির কিডনির সমস্যা।

আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ

Previous Post Next Post

Contact Form