FEATHER PLUCKING



আমরা যারা পাখি পালছি তারা সবাই কম বেশী "ফেদার প্লাকিং" নামটার সাথে পরিচিত। এটা এমন একটা অসুখ যাতে পাখি নিজের এবং অনেক সমউ বাচ্চার পালক তুলে ফেলে বা খেয়ে ফেলে। এটা একটা আচরণগত সমস্যা যা Maladaptive Behaviorial Disorder শ্রেণীর অন্তর্ভুক্ত। আমাদেত মানুষদের মাঝেও এই অসুখটা আছে যা ট্রিকোটিলোমেনিয়া (Trichotillomania) অর্থাৎ চুল টেনে ছিঁড়ে ফেলা, এবং ট্রিকোফ্যাগিয়া(Trichophagia) নিজের চুল নিজে খেয়ে ফেলা,,,, নামে জানা হয়।

এখন কথা হল পাখির এই অসুখ কেন হয়? এর কি কোন প্রতিকার আছে? উত্তর হ্যা আছে এবং না নাই। Confused? আসেন কনফিউশন দূর করি।

ফেদার প্লাকিং দুই ধরণেরঃ-


  1. পাখি নিজের পালক নিজের ছিড়ে ফেলে
  2. পাখি তার বাচ্চার পালক(বেবি ফেদার) খেয়ে ফেলে।

শুরুতে ১ নং সমস্যা নিয়ে লিখিঃ-

পাখি অনেক সময় তার নিজের পালক নিজে তুলে ফেলে যার পিছনে কিছু

  • Medical এবং
  • on medical


Medical Reasons:

১.পাখির শরীরে যদি উকুন বা অন্যকোন প্যারাসাইট আক্রমণ করে তখন পাখি নিজের পালক নিজে উঠিয়ে ফেলতে পারে।

২. অপুষ্টির অভাবে পাখি তার পালক উঠিয়ে খেয়ে ফেলতে পারে।

Non Medical Reasons:

কিছু কিছু কারণ থাকে যা চিকিৎসাবিদ্যা দিয়ে সমাধান করা যায় না। যেমন:

১. স্ট্রেস: পাখি যদি কোন কারণে স্ট্রেসড থাকে যেমন ঘনঘন জায়গা পরিবর্তন, ঘনঘন জোড়া ভেঙ্গে দেওয়া(কিছু মিউটেশন ফ্রিক আর ডিম বাচ্চার পাগল এটা করে) ইত্যাদি কারণে পাখি ফেদার প্লাক করতে পারে।

২. একঘেয়েমি: অনেকে বিভিন্ন কারণে সিঙ্গেল পাখি পালে। আবার পাখির বিনোদন এর জন্য খেলনা দেয়না। তখন পাখি একঘেয়েমি তে ভুগতে পারে। অলস বসে থাকে। আর আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা! ব্যাস শুরু হয়ে যায় শয়তানী।

৩. ভয়: কখনো কি লক্ষ্য করেছেন আমরা যখন খুব বেশী ভয় পাই বা চিন্তায় থাকি তখন অনেকে নখ কামড়ায় খেয়ে ফেলি। অনেক পাখিও তাই করে। নখের বদলে ওরা পালক খায়।

এই কিছু কারণে পাখি ফেদার প্লাক করে যার চিকিৎসা সম্ভব। পাখির উকুন হলে তার চিকিৎসা করা, ভাল পুষ্টিকর খাবার দেয়া, পাখি কে সঙ্গী সহ রাখা, খেলনা দেয়া, একটা সুন্দর বাসস্থান দেয়ার মাধ্যমে এই অসুখের প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব। ফেদার ক্লিপ করাও ফেদার প্লাকিং এর কারণ হতে পারে, তাই এটা করা থেকে বিরত থাকা ভাল

এবার আসি দ্বিতীয় ধরণ নিয়ে। প্যারেন্ট( মা পাখি বেশী করে, বাবা পাখির ফেদার প্লাক করা রেয়ার) এর ফেদার প্লাক তথা বাচ্চার বেবি ফেদার খেয়ে ফেলা নিয়ে ছোট্ট বয়ান দেই।

এটার কারণ অজানা। বের করা সম্ভব হয় নাই। আমরা প্রায় সময় ১ নং কারণের কথা এইক্ষেত্রে বলে থাকলেও তা ভুল, মানে ওই ক্যালসিয়ামের অভাব, পুষ্টির অভাব, স্ট্রেস ইত্যাদি। ক্যালসিয়াম, পুষ্টির অভাব হলে পাখি ডিম ই খেয়ে ফেলে বেশীরভাগ সময় নয়তো এগবাইণ্ডিং হয়, স্ট্রেস এ থাকলে বাচ্চা কে খাওয়ায় না, মেরে ফেলে, ইত্যাদি ইত্যাদি। যেসব পাখি বাচ্চার ফেদার প্লাক করে তারা বাচ্চা কে খুব সুন্দর করেই খাওয়ায় যত্ন করে বড় করে, কিন্তু বেবি ফেদার খেয়ে ফেলে। তাই এক্ষেত্রে ওইসব কারণ কোন কারণ না। অনেক পাখি কে যথাযথ ক্যালসিয়াম, খাবার, বিশ্রাম দেওয়ার পর ও ওরা বাচ্চার পালক খেয়ে ফেলে। আবার পুরো এভিয়ারির সব পাখি ঠিক শুধু একটা পাখি এমন কাজ করে সেক্ষেত্রে বলতেই হয় ক্যালসিয়াম, পুষ্টির অভাবে হলে সব পাখিরই হত কারণ আমরা সব পাখি কে একই খাবার দেই।

এখন এই সমস্যার সমাধান কি সম্ভব? না ভাই সম্ভব না। যে সমস্যার মূল কারণ টাই অজানা তার সমাধান আসবে কোথা হতে? এখন নাই হয়তো সামনে এর সমাধান চলে আসবে। তবে কিছু অস্থায়ী সমাধান আছে।

১. বাচ্চার শরীরে এসিভি বা এলোভেরা লাগিয়ে দিলে ফিমেল ফেদার প্লাক করে না গন্ধ ও স্বাদের জন্য।

২. বাচ্চা ফস্টার করে দিতে পারেন।

ফেদার প্লাকিং একটা অসুখ আবার পাখুনিক(মানুষিক 😜) সমস্যা। প্রথমটার ক্ষেত্রে কারণ খুজে বের করতে পারলে চিকিৎসা সম্ভব।

এত বড় বয়ান পড়ার জন্য ধন্যবাদ। পাখি সমাজ অমর হোক।

তথ্য এবং ছবি কপিড

আমাদের ফেসবুক গ্রুপ
Previous Post Next Post

Contact Form