** ব্যবসার জন্য পাখি পালন করতে চাইলে আপনাকে বলবো আপনি মুরগী পালেন।
**তাহলে কেন পালন করে?কারন পোষা প্রানী আপনাকে মানুষিক শান্তি কুকুর বিড়াল যারা পালে সবাই কি টাকা আয় করে? না।দিবে, যা টাকা দিয়ে পাবেন না।
**পাখির দামের কোন ঠিক নাই, যদি এইটাকে মেনে নিতে পারে তাহলে ফার্ম দিন।
**পাখি পালনকে সখের মধ্যে সীমাবদ্ধ রাখেন,অন্যের দেখাদেখি করে নিজে বড় ফার্ম দিয়েন না।
পরিশেষে বলতে চাই আপনি ৩-৫ জোড়া পাখি পালন করেন।যদি অন্যপাখি পালন করতে মন চায় তাহলে নরমাল বাজেরিগার কিছু পালন করেন, যার বাচ্চা সেল করে ফার্মের খাবার খরচ উঠে আসে।এই লাইনে ৫ বছর থাকলে লাভের মুখ দেখতে পারেন।মানুষিক শান্তি পাখি পালনে আসে, শুধু তারই জন্য পালন করেন।মাঝে মাঝে বাজেরিগার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের পাখির কোয়ালিটি যাচাই করেন।
মূল লেখক : Sultan Babu
আমাদের ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/lbbb.ctg/