বাজেরিগার পাখি রোগ - প্রতিরোধ আর চিকিৎসা


রোগ - প্রতিরোধ আর চিকিৎসা

বাজেরিগারেদের মাঝে নানা রকমের রোগ দেখা দেয়। বাংলাদেশে পাখির চিকিৎসক অনেক কষ্টে পাওয়া যায়, যার ফলে কোন অসুখ দেখা দিলে তাদেরকে বাঁচানো হয়তো কষ্টকর হয়ে যায়। 

বাজারে পাখিদের নানা রকমের রোগের চিকিৎসার জন্য ওষুধ পাওয়া যায়, কিন্তু কোন ওষুধ কোন রোগের জন্য দিতে হবে তা হয়তো সহজে বুঝা যায় না, তাই আপনার কোন পাখি অসুস্থ মনে হলে আপনি Facebook এ Bird's Fleshpots গ্রুপে একটা post দিয়েন। আপনাকে রোগের বিষয়ে কিছু জ্ঞানী মানুষেরা সাহায্য করার চেষ্টা করবে। 

রোগের প্রতিরোধ করবো কেমনে?

Prevention is Better than Cure বলে একটা কথা আছে। একটা রোগের প্রতিরোধ করতে পারলে চিন্তা কম করতে হয়, তাই আমাদের চেষ্টা করতে হবে সব রকমের রোগের প্রতিরোধ করার।

০১. আপনার পাখিকে ফুটানো পানি খেতে দিবেন।

০২. তাদের খাবার ও পানির বাটি সপ্তাহে অন্তত ১ বার ভাল করে ধুয়ে দিবেন গরম পানিতে।

০৩. তাদের খাচা পরিষ্কার রাখবেন সবসময়ে।

০৪. তাপমাত্রা ২২ থেকে ২৫ Degree Celcius এ রাখার চেষ্টা করবেন।

০৫. অতিরিক্ত গোসল করাবেন না।

০৬.খাবার ও পানি প্রতিদিন পরিবর্তন করবেন।

০৭. বিনা কারনে পাখিকে কোন ওষুধ খাওয়াবেন না। অনেকের অভ্যাস আছে পাখিকে প্রতি মাসে মাল্টিভিটামিন আর আরো নানান প্রকৃতির ওষুধ খাওয়ানো। এটা করলে পাখির উপকারের চেয়ে বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশী। পাখি তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি তার খাবার থেকেই সংগ্রহ করে। প্রতিদিন না হলেও সপ্তাহে যদি ৪ দিন পাখি কে এগফুড খাওয়াতে পারেন, তাহলে পাখি সুস্থ থাকবে আর কোন ওষুধ ও দিতে হবে না।

০৮. প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহে ৫ দিন এক চা চামচ Apple Cider Vinegar ১ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন।

০৯. নতুন পাখি কিনলে সবসময়ে ১ থেকে ১.৫ মাসের জন্য Quarantine করবেন।

Previous Post Next Post

Contact Form