সিড মিক্স্ড ১কেজি পরিমাণ
ধান ২৫০গ্রাম
সূর্যমুখী বীজ ২৫০গ্রাম
চিনা ২০০গ্রাম
কুসুম বীজ ১০০গ্রাম
ক্যানারি ৫০গ্রাম
হেম্পসীড ৫০গ্রাম
মিলেট মিক্স্ড ৫০গ্রাম
কালজিরা ৫০গ্রাম
গম ,ছোলা ,সবুজ মুগ ডাল ভিজিয়ে নরম হলে দিবেন সপ্তাহে ২দিন
কলমি শাক /আলু শাক /পালং শাক /লাল শাক সপ্তাহে ১দিন
বিভিন্ন সবজি গাজর ,মিস্টি কুমড়া ,পেঁপে ,বরবটি ,শশা ,কপি ,ব্রোক্কোলি করল্লা,কাঁচা মরিচ একসাথে মিশিয়ে সিদ্ধ করে সপ্তাহে ১দিন আর কাঁচা সপ্তাহে ১দিন
বিভিন্ন ডাল মিক্স্ড যেমন্ মুগ ডাল ,বুটের ডাল ,মশুর ডাল সিদ্ধ ১দিন
ভুট্টা সিদ্ধ ২দিন
এক জোড়া পাখির জন্য একটি কোয়েলের ডিম সিদ্ধ অথবা চার ভাগের এক ভাগ মুরগির ডিম সিদ্ধ সপ্তাহে ১দিন (সবজি সিদ্ধ এর সাথেও দেয়া যায় )
টক দই এক কাপ পানিতে এক চিমটি পরিমাণ মাসে তিনদিন
নিম পাতা ,সজনে পাতা ,এলভেড়া ,তুলসী পাতা ,থানকুনি পাতা ,ধনে পাতা মাঝে মাঝে দিতে হবে ।
গরম পড়লে ডাবের পানি ,লেবু পানি ,গ্লুকোজ বা সেলাইন যেকোনো একটা দিতে হবে ।
যে খাবার কখনো দেয়া যাবে না
কচু বা কচু শাক,পেঁয়াজ ,চকলেট ,দুধ ,চিপস ।
পাখিকে সপ্তাহে একদিন টীমসেন এক লিটার এ এক গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে
বৃষ্টির পানি আর অতিরিক্ত রোদ থেকে সরিয়ে রাখুন ।
খোলা মেলা আলো বাতাস পূর্ণ জায়গায় পাখি রাখুন ।
ট্রে পরিষ্কার করবেন সপ্তাহে একদিন
ইঁদুর ,বিড়াল ,কাক ,মশা ,ফ্যান থেকে সাবধান ।
মাঝে মাঝে ফ্যান বন্ধ করে দরজা জানালা লাগিয়ে ছেড়ে দিবেন উড়া উড়ি করলে সাস্থ্য ভাল থাকবে ।
গরমে সপ্তাহে তিনদিন একটি বড় বাটিতে গোসলের পানি দিতেও হবে আর শীতে একদিন ।সকাল ১০/১১টার দিকে পানি দিয়ে ১/২টার দিকে সরিয়ে ফেলতে হবে ।এই পানিতে নিমপাতা ,এলভেড়া বা পেয়ারা পাতা দিলে পালক সুন্দর থাকবে ।
১.অল্প বয়সে ব্রিড দিলে
২.রেস্ট এ না দিয়ে ব্রিড দিলে।
৩.অপুস্টিকর খাবার
৪.কেলসিয়াম এর অভাবে।
৫.বয়স খুব বেশি হয়ে গেলে।
৬.জায়গার পরিবর্তন করলে (যেমন নতুন পাখি আনলেন জা অন্ন জায়গায় মাত্র ২/১টা ডিম পেরে এসেছে। সে আপনার নতুন জায়গায় এসে ভয়ে ডিম না ও দিতে পারে)
৭.দুরবল ও অসুস্থ পাখিকে ব্রিড এ দিলে
৮.শরিরে ফেট বেড়ে গেলে
৯.ডিমের সাইজ বড় হলে
১০.ডিম পারার সময় পাখিকে বিরক্ত করলে যেমন ডিম পাড়বে সেই অবস্থায় আপনি গেলেন শখে খুশির ঠেলায় যে তার ডিম পাড়া ফ্লাশ জালিয়ে ভিডিও করবেন।
১১.খাচার সাইজ ছোট হলে।
১২.ভাইরাস ও বেক্টেরিয়ায় আক্রান্ত পাখির।
১৩.আবহাওয়াগত ট্রেস এ
১৪.খাবারের পরিবর্তন জনিত ট্রেসে পড়লে
ককাটেল এর খাঁচার মাপ ৩৬/১৮/১৮ অথবা ২৪/২৪/৩০
আপনি পারলে আরও বড় দিবেন ।ধন্যবাদ সবাইকে